ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য এহসান পাভেজ তুহিন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
এহসান পারভেজ তুহিনের স্ত্রী জানান, সোমবার বিকালে অসুস্থ হয়ে পড়লে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন হার্টের সমস্যা রয়েছে আর প্রেসার অনেক বেশি।
তিনি বলেন, ২০১৩ সালে হার্টের দুটি ব্লক ধরা পড়লেও রিং পরানো হয়নি। মঙ্গলবার প্রেসার ধীরে ধীরে কমছে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
এহসান পারভেজ তুহিনের শারীরিক সুস্থতার জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন সবার কাছে দোয়া চেয়েছেন।